‌আজকাল ওয়েবডেস্ক:‌ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে এবং তা অর্জন না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। বৃহস্পতিবার পুতিন বলেন, ‘‌ডিমিলিটারাইজেশনের ক্ষেত্রে তারা আলোচনা করতে চায় না। তাই সামরিক ব্যবস্থাসহ অন্যান্য পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।’‌ 
তিনি আরও বলেন, ‘‌হয় আমরা একমত হই, নয়ত জোর করে সমস্যার সমাধান করতে হবে।’‌ প্রসঙ্গত, এই মুহূর্তে ইউক্রেনে প্রায় ৬ লাখ ১৭ হাজার রুশ সেনা রয়েছে। যার মধ্যে প্রায় ২ লাখ ৪৪ হাজার সেনাকে পেশাদার রুশ সামরিক বাহিনীর পাশাপাশি লড়াই করার জন্য ডাকা হয়েছে। পুতিন জানান, প্রায় ৪,৮৬,০০০ মানুষ এখন পর্যন্ত চুক্তিভিত্তিক সেনা হিসেবে নিযুক্ত হয়েছেন।